১৭ জুন, ২০১৯ ১৪:৫১

বিলাসবহুল গাড়ির তেল কিনতে হাঁস-মুরগি চুরি!

অনলাইন ডেস্ক

বিলাসবহুল গাড়ির তেল কিনতে হাঁস-মুরগি চুরি!

সাধ্য না থাকলেও কমবেশি শখ সকলেরই থাকে। আর সেই শখ পূরণের চেষ্টাও থাকে সকলের মধ্যেই। অনেক সময় সাধ্যের বাইরে গিয়েও শখ পূরণের চেষ্টা করেন অনেকে। তাতে সমস্যাতেও পড়তে হয়। তেমনই একটি ঘটনা সামনে এলো। শখের পিছনে দৌড়ে কারাগারে ঠাঁই হল এক ব্যক্তির।

চীনের লিনশুইয়ের সিচুয়ানের বাসিন্দা এক ব্যক্তির শখ ছিল কোটি টাকার গাড়ির। প্রচুর জমির মালিক, পেশায় কৃষক ওই ব্যক্তি ২,৮৯,৫০০ মার্কিন ডলার খরচ করে কিনেও ফেলেছিলেন একটি বিএমডাব্লিউ। কিন্তু কিনলেই তো হল না। গাড়ির রক্ষণাবেক্ষণ, তেল খরচও তো প্রচুর। শখের গাড়ি না পারছিলেন বিক্রি করতে, না পারছিলেন তার খরচ যোগাতে। কী উপায়? 

অনেক ভেবেচিন্তে সমস্যা মেটাতে চুরিবৃত্তিকেই বেছে নেন ওই ব্যক্তি। তবে সম্পত্তি, গয়না, বা টাকা পয়সা নয়, তিনি চুরি করতেন হাঁস বা মুরগি। আর সেগুলি বিক্রি করেই দীর্ঘদিন ধরে তেলের খরচ জোগাড় করেছিলেন তিনি। এভাবে বেশ কিছুদিন কাটলেও শেষ রক্ষা হল না। 

ক্রমশ হাঁস মুরগি চুরি হতে থাকায় এলাকার বাসিন্দারাও স্থানীয় থানায় অভিযোগ জানান। সেই মতো ফাঁদ পাতে পুলিশ। জালে ধরা পড়েন অভিযুক্ত ব্যক্তি। জেরায় নিজের কুকীর্তির কথা স্বীকারও করে নেন অভিযুক্ত।  


বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর