২০ জুন, ২০১৯ ০৮:৪৭

মাত্র ৩০ দিনে উধাও আমাজনের ৭৪০ বর্গফুট জঙ্গল!

অনলাইন ডেস্ক

মাত্র ৩০ দিনে উধাও আমাজনের ৭৪০ বর্গফুট জঙ্গল!

সংগৃহীত ছবি

মাত্র ৩০ দিনে উধাও ৭৪০ বর্গফুটের অরণ্য। পৃথিবীর যে রেইন ফরেস্ট সবচেয়ে বিখ্যাত, সেই আমাজনের জঙ্গল বিস্তৃত দীর্ঘ এলাকা জুড়ে। তারই একটা বড় অংশ চলে গেছে ব্রাজিলে। আর সেই দেশেই ঘন অরণ্যের প্রায় ৭৪০ বর্গফুট এলাকার সব গাছ কেটে ফেলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

শোনা গেছে, মাত্র তিরিশ দিনে সব চেয়ে বেশি জীব বৈচিত্রে ভরা এই অরন্যের এই অংশকে খালি করে দেওয়া হয়েছে। যার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, শুরু হয়েছে সমালোচনা, তোলপাড়। 

ব্রাজিলের নব নির্বাচিত প্রেসিডেন্ট জাইর বলসোনারো ক্ষমতায় আসার পর থেকেই নানা মহল থেকে তাঁকে সমালোচনা শুনতে হয়েছে। তিনি ব্রাজিলের সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক ঐতিহ্যকে নষ্ট করে দিতে চাইছেন বলেই মত প্রকাশ করেছেন অনেকে। 

কিন্তু তিনি সেদিকে কর্ণপাত না করে বরং নির্বিচারে ব্রাজিলের এতদিনের সকল সম্পদকে ধ্বংস করে তাকে ব্যবসায়িক আঁতুরঘর তৈরির স্বপ্ন দেখছেন তিনি। একদিকে সারা পৃথিবী যখন পরিবেশ রক্ষা করে উন্নয়নের কথা ভাবছে, তখন তার উল্টো পথে হাঁটছেন বলসোনারো। 

 

বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর