Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৩ আগস্ট, ২০১৯ ২২:০৮

প্যান্টের পেছনে মৌচাক! (ভিডিও)

অনলাইন ডেস্ক

প্যান্টের পেছনে মৌচাক! (ভিডিও)

প্যান্টের পেছনে চাক বানিয়েছে মৌমাছি! এ রকম দৃশ্য হয়তো কারও চোখে পড়েনি। এ রকম একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। ভিডিওটি পোস্ট হওয়ার পরই ভাইরাল হয়ে যায়।

বুধবার অদ্ভুত সেই ঘটনার ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন কিরেন ক্রীড়ামন্ত্রী। ভিডিওটি ভারতের নাগাল্যান্ড রাজ্যের। 

ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির প্যান্টের পেছনে চাক বেঁধে রয়েছে মৌমাছি। সেই মৌমাছির চাক সমেত দাঁড়িয়ে আছেন তিনি। তার আশেপাশে থাকা লোকজন ছবি তুলতে ব্যস্ত। 

কীভাবে অদ্ভুত ওই স্থানে মৌমাছি চাক বানালো আর সেই মৌমাছিদের হাত থেকে রক্ষা পেতে ওই ব্যক্তি কী করলেন, এসব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। রিজিজুর অ্যাকাউন্টে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তা ছড়িয়ে পড়ে।

 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন


আপনার মন্তব্য