১৮ জানুয়ারি, ২০২০ ০২:৩৯

২০১৯ সালে জাপানে আত্মহত্যাকারীর সংখ্যা ১৯,৯৫৯

অনলাইন ডেস্ক

২০১৯ সালে জাপানে আত্মহত্যাকারীর সংখ্যা ১৯,৯৫৯

প্রতীকী ছবি

​​২০১৯ সালেও সরকারি হিসেবে জাপানে ১৯,৯৫৯ জন আত্মহত্যা করেছেন।  গত ৪১ বছরের পরিসংখ্যানে এটাই সর্বনিম্ন আত্মহত্যা। দেশটিতে রোজ কেউ না কেউ হতাশার গ্লানি নিয়ে আত্মহত্যা করেন। জাপান নানা দিক থেকে এগিয়ে থাকলেও, আত্মহত্যার প্রবণতায় রাশ টানতে পারেনি।

জাপান সরকারের এক রিপোর্ট বলছে, ২০১৯ সালে আত্মঘাতী মহিলা ৬,০২২। আত্মঘাতী পুরুষের সংখ্যা দ্বিগুণ, ১৩,৯৩৭। বিগত চার দশকের রিপোর্ট অনুযায়ী, আত্মঘাতী জাপানির সংখ্যা শীর্ষে পৌঁছেছিল, ২০০৩ সালে। ৩৪ হাজার ৪২৭ জন। সরকারি সূত্র জানাচ্ছে, শেষ এক দশকে আত্মহত্যার প্রবণতা ধীরে হলেও কমছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর