৪ আগস্ট, ২০২০ ০৬:৪৪

পাঁচ বছরের শিশুর পেটে ১৯০টি বল!

অনলাইন ডেস্ক

পাঁচ বছরের শিশুর পেটে ১৯০টি বল!

সংগৃহীত ছবি

চীনে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। ডেইলি মেইলের খবরে বলা হয়, দেশটিতে পাঁচ বছরের এক শিশু খেলতে খেলতে চুম্বকের বল গিলে ফেলে। এই বলের সংখ্যা ছিল ১৯০টি। এগুলোর আকার মোটামুটি মুক্তার মাপের।

বেশকিছু দিন ধরে ওই শিশু অসুস্থ বোধ করার তাকে জিংয়াং এর এক শিশু হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে আসেন তার মা। এরপর ওই হাসপাতালের চিকিৎসকেরা বাচ্চাটির পেটের এক্স-রে করার পরামর্শ দেন।

ডাক্তাররা জানান, এক্স-রে রিপোর্টে বাচ্চাটির পেটের ভিতরে থাকা চৌম্বকীয় পুঁতির ছবি ধরা পড়ে। এরপরই চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন, দ্রুত বাচ্চাটির পেট অপারেশন করা হবে।

সফল অস্ত্রোপচারের পর তার পেট থেকে বের করা হয় ১৯০টি চৌম্বকীয় পুঁতির বল।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর