১৪ আগস্ট, ২০২০ ১৮:২১

নিচে নয়, উপরে উঠছে জলপ্রপাতের পানি! ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

নিচে নয়, উপরে উঠছে জলপ্রপাতের পানি! ভিডিও ভাইরাল

অদ্ভুত এক প্রাকৃতিক ঘটনার সাক্ষী থাকল অস্ট্রেলিয়া। জলপ্রপাত থেকে পানি আছড়ে নিচে পড়ে। কিন্তু সিডনির কাছে রয়্যাল ন্যাশনাল পার্কে এই সোমবার পানি নিচে পড়ার পরিবর্তে উপরে উঠছিল। 

খারাপ আবহাওয়া, বিশেষত প্রবল হাওয়ার তোড়েই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অবাক করা এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। নেটিজেনরা বিস্মিত এই ভিডিও দেখে।

জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী এলাকায় বাতাসের গতি ছিল প্রতি ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার। এর জেরেই জলপ্রপাতের পানি নিচে না পড়ে উপরে উঠছিল। 

আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ঘটনা ঘটে যখন সমুদ্র থেকে আসা বিপুল বেগে বাতাস ধাক্কা মারে সরাসরি জলপ্রপাতে। সেই বাতাসের বেগই পানিকে নিচের দিকে নামতে বাধা দিয়ে উপরে তুলে দেয়। জাতীয় উদ্যানেই সেই ঘটনায় ঘটেছে।

এই ঘটনার ছবি জাতীয় উদ্যানের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছিল। তারপর সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়ে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর