শিরোনাম
১৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:৪৭

১৫০ কেজি ওজনের জুতা!

অনলাইন ডেস্ক

১৫০ কেজি ওজনের জুতা!

১৫০ কেজি ওজনের এই জুতা পরে প্রতিদিন হাঁটেন চীনের ইয়ুলিন শহরের এক ব্যক্তি

জুতার ওজন আবারও ১৫০ কেজিও হয়? জুতার সঙ্গে ১৫০ কেজি ওজনের স্টিলের প্লেট জুড়ে দিয়ে এক ব্যক্তি রাস্তায় হেঁটেছেন। আর তাকে নিয়ে শুরু হয়ে আলোচনা। সেই ব্যক্তির নাম জ্যাং এনশুন। ৪২ বছর বয়সী ওই ব্যক্তি চীনের ইয়ুলিন শহরের বাসিন্দা।

কিন্তু কেন তিনি এত ওজনের জুতা নিয়ে রাস্তায় নামলেন? কারণ, নিজের উদ্ভাবিত ট্রেনিংয়ের অংশ হিসেবে তিনি এই কাজ করেছেন। এই জুতা পরে গত পাঁচ মাস ধরে হাঁটার নিয়মিত ট্রেনিং করেন তিনি। দিনে দিনে তিনি বেশ উন্নতিও করেছেন।

তিনি এই বিশেষ জুতার নাম দিয়েছেন ‌‘আয়রন স্যু’ বা ‘লৌহ জুতা’। শুরুতে তার একেকটি ‘লৌহ জুতা’র ওজন ছিল ১৮.৭৫ কেজি। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে সেটি বাড়াতে বাড়াতে এখন দাঁড়িয়েছে ১৫০ কেজিতে।

জ্যাং এনশুন বলেছেন, ‘জুতাগুলোর ওজন আমার শরীরের ওজনের চেয়েও দ্বিগুণ। তবু এগুলো পায়ে দিয়ে ২০ মিনিটে ৫০ মিটারেরও বেশি পথ পাড়ি দিতে পারি। আয়রন স্যু’ পরে প্রতিদিন ২০০ থেকে ৩০০ মিটার পর্যন্ত হাঁটি।’ 

সূত্র: অডিটি সেন্ট্রাল

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর