ঘটনাটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের। সেখানে একটি কার্গো বিমান অবতরণে বাধ্য হলো ঘোড়ার কারণে। জানা গেছে, বোয়িং ৭৪৭ এর একটি কার্গো প্লেনে অন্যান্য মালপত্রের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছিল একটি জ্যান্ত ঘোড়া। কিন্তু প্লেনটি মাঝআকাশে পৌঁছানোর পর কোনোভাবে খাঁচা থেকে ছুটে যায় ঘোড়াটি। ফলে উড্ডয়ন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় শেষমেশ প্লেনকে বিমানবন্দরে ফিরিয়ে আনতে বাধ্য হন পাইলট।
সিএনএনের খবরে জানা যায়, গত বৃহস্পতিবার ঘটেছে এই ঘটনা। প্লেনটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে বেলজিয়াম যাচ্ছিল। কিন্তু ৩০ হাজার ফুট উচ্চতায় পৌঁছানোর পর ঘোড়াটি হঠাৎ ছুটে যায় এবং প্লেনের ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিংয়ে পাইলটকে বলতে শোনা যায়, প্লেনের ভেতর একটি জ্যান্ত প্রাণী আছে, একটি ঘোড়া। সেটি কোনোভাবে পালিয়ে গেছে। আমরা ঘোড়াটিকে নিরাপদ অবস্থানে ফেরাতে পারছি না।
এয়ার আটলান্টা আইসল্যান্ডিকের ওই পাইলট এটিসি’কে জানান, প্লেন ঠিক আছে। কিন্তু ছুটে যাওয়া ঘোড়াটিকে নিয়েই যত ভয়। এরপর প্লেনটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেখানে একজন পশুচিকিৎসককে নিয়ে আসার অনুরোধ জানান পাইলট। ঘোড়াটির কারণে উড্ডয়নের প্রায় দেড় ঘণ্টা পরে বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয় প্লেনটি। পাইলট জানান, ফেরার সময় প্লেনের ওজন ঠিক রাখতে প্রায় ২০ টন জ্বালানি ফেলে দিতে হয়েছে তাদের।
বিডি-প্রতিদিন/শফিক
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        