২৩ মে, ২০২৪ ১৬:৩৬

৩০ বার এভারেস্টের চূড়ায় উঠে শেরপা কামি রিতার রেকর্ড

অনলাইন ডেস্ক

৩০ বার এভারেস্টের চূড়ায় উঠে শেরপা কামি রিতার রেকর্ড

৩০তম বারের মতো মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে রেকর্ড গড়লেন নেপালের শেরপা কামি রিতা। এ মাসেই তিনি পৃথিবীর এই সর্বোচ্চ পর্বত শৃঙ্গের চূড়ায় দুইবার আরোহন করেছেন।

সেভেন সামিট ট্র্যাকস আয়োজিত একটি অভিযানের অংশ হিসেবেই কামি রিতা এ মাসে দ্বিতীয়বারের মতো এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন। এর আগে ১২ মে তিনি এভারেস্টের চূড়ায় উঠেছিলেন। সেভেন সামিট ট্র্যাকস এর মিংমা শেরপা তার (কামি রিতা) সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৯৪ সাল থেকে এভারেস্ট-যাত্রা শুরু করে গাইড হিসেবে পর্বতারোহীদের পথ দেখাচ্ছেন তিনি। গাইড হিসেবে গত ২০ বছর ধরে বছরে অন্তত একবার এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন তিনি।

কামি রিতা দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী ও স্বদেশী পাসাং দাওয়া শেরপা থেকে তার মুকুট পুনরুদ্ধার করতে গত বছরও দুইবার এভারেস্টের চূড়ায় উঠেছিলেন।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর