দীর্ঘদিন বন্ধ থাকার পর ইতালির ‘ভিয়া দেল আমোরে’ বা পাথ অব লাভ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। ইতালির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের বেশি ব্যয় করে দীর্ঘ সময় ধরে মেরামতের পর এই পথ খোলা হয়েছে।
৯০০ মিটার দৈর্ঘ্যের পথে যেতে সমুদ্রের অসাধারণ সৌন্দর্য দেখার সুযোগ পাওয়া যায়। এটি ইতালির রিওম্যাগোয়ার ও মানারোলা নামের দুটি পৌর এলাকার মধ্যে অবস্থিত। ১৯৯৭ সালে ইউনেসকো এই পথকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে। তবে ২০১২ সালে ভূমিধসে এ পথ বন্ধ হয়ে যায়। ওই সময় চারজন অস্ট্রেলিয়ার পর্যটক আহত হয়েছিলেন।
ইতালির পর্যটন মন্ত্রণালয় জানায়, এ পথ পুনরায় চালু করা জটিল ছিল। কারণ, পাহাড়ের গা ঘেঁষে তৈরি করা পথটি অত্যন্ত ভঙ্গুর। ২৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত এ পথ কেবল সিঙ্ক টেরের বাসিন্দাদের জন্য খোলা থাকছে। ৯ আগস্ট থেকে পর্যটকদের জন্য এ পথ খুলে দেওয়া হবে। তবে এ পথে হাঁটতে চাইলে পর্যটকদের আগে থেকে ফরমাশ দিয়ে নির্দিষ্ট অর্থ পরিশোধ করে আসতে হবে।
বিডি প্রতিদিন/নাজমুল