সারা বিশ্বেই সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনা। তবে চলতি সপ্তাহে ভারতের উত্তরপ্রদেশে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা পুলিশসহ সবাইকে হতভম্ব করে তুলেছে। এই দুর্ঘটনায় কারও মৃত্যু না হলেও ঘটনার প্রেক্ষাপট ছিল অপ্রত্যাশিত।
দ্রুত গতিতে ছুটছিল একটি গাড়ি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা লাগে। তীব্র আওয়াজ শুনে দৌড়ে আসেন স্থানীয়রা। কিন্তু উদ্ধারকাজে হাত লাগাতে গিয়ে তারা চমকে যান। দেখা যায়, চলন্ত গাড়িতে দুই পুরুষের সঙ্গে যৌনকর্মে লিপ্ত ছিলেন এক নারী। তার সঙ্গে গাড়িতে ছিল ওই নারীর চার ছোট সন্তান।
কানপুরের এই দুর্ঘটনায় গাড়িতে থাকা দুই পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নারী এবং চার শিশুকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়রা উদ্ধার করতে গিয়ে দেখেন, গাড়ির ভেতরে দুই পুরুষ সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিলেন এবং ওই নারীও ছিলেন অর্ধনগ্ন। গাড়ির পেছনের আসনে ছিল চার শিশু। অভিযোগ অনুযায়ী, চলন্ত গাড়িতে মত্ত অবস্থায় ওই নারী দুই পুরুষের সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হন। এতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।
একজন পুলিশ কর্মকর্তা জানান, গাড়িতে থাকা দুই যুবক এবং নারী সবাই মদ্যপ অবস্থায় ছিলেন। তারা মদ্যপান করতে করতে শারীরিক সম্পর্কে লিপ্ত হন চলন্ত গাড়িতেই। আরও উদ্বেগজনক বিষয় হলো, এসব কর্মকাণ্ড ঘটেছে চার শিশুর সামনে।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        