গুগলের ডিপমাইন্ড প্রকল্পের প্রকৌশলীরা একটি টেবিল টেনিস খেলার উপযোগী রোবট তৈরি করেছেন। এই রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে মানুষের সঙ্গে খেলতে সক্ষম।
যদিও এটি এখনও পেশাদার খেলোয়াড়দের মতো পুরোপুরি দক্ষ নয়। তবে রোবটটি বেশিরভাগ সময় বল ফেরাতে সক্ষম হয়। ডিপমাইন্ড প্রকল্পের একটি গবেষণাপত্রে বলা হয়েছে , এই রোবটটি মানুষের সঙ্গে খেলার সময় প্রায় ৫৫ শতাংশ ম্যাচে জয়লাভ করতে পারে। তবে বলের উচ্চতা সামান্য বাড়লে রোবটটি সমস্যায় পড়ে, যার ফলে অভিজ্ঞ খেলোয়াড়দের বিরুদ্ধে পরাজিত হয়।
কয়েক বছর ধরে গুগলের প্রকৌশলীরা এআই-নিয়ন্ত্রিত রোবট তৈরির জন্য গবেষণা চালিয়ে আসছেন। ডিপমাইন্ড প্রকল্প থেকে জানানো হয়েছে, ১৯৮০-এর দশক থেকেই রোবোটিক টেবিল টেনিসের উপর গবেষণা চলছে। নতুন এই রোবট বল ফেরানোর ক্ষেত্রে বিশেষ দক্ষতা অর্জন করেছে, তবে এখনও অনেক উন্নতির প্রয়োজন।বিডিপ্রতিদিন/কবিরুল