সৌদি আরবের আল-জওফ অঞ্চলে প্রথমবারের মতো তুষারপাতের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় জনগণ বিস্মিত। এই ব্যতিক্রমী প্রাকৃতিক ঘটনার ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। টুইটার ব্যবহারকারীর তুষারপাতের দৃষ্টিনন্দন দৃশ্যগুলো শেয়ার করার পর বিষয়টি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে।
সাধারণত শুষ্ক ও গরম মরুভূমির পরিচিত সৌদি আরবের আল-জওফে পাহাড়ি অঞ্চলগুলো তুষারে ঢেকে যায়, যা এলাকাটিকে এক নতুন শীতের মোড়কে মুড়িয়ে দেয়। শ্বেত-শুভ্র আল-জওফের ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে মানুষ ব্যাপক আগ্রহ প্রকাশ করে। এই অসাধারণ প্রাকৃতিক পরিবর্তনের কারণে আল-জওফ সৌদি আরবের পর্যটন মানচিত্রে বিশেষ স্থান করে নিচ্ছে।
খালিজ টাইমস-এর প্রতিবেদনে জানানো হয়, প্রবল বৃষ্টিপাতের ফলে অঞ্চলটির নদী ও ঝর্ণাগুলো নতুন প্রাণ ফিরে পেয়েছে, যা বসন্তে ফুলে ফুলে সাজানো প্রকৃতির পূর্বাভাস দেয়। আল-জওফ তার বসন্তকালীন বুনো ফুলের জন্য পরিচিত, যেখানে ল্যাভেন্ডার, ক্রিসান্থিমাম এবং বিভিন্ন সুগন্ধি উদ্ভিদ ফোটে।
সৌদি আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী দিনে আল-জওফ অঞ্চলে বজ্রসহ ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা আরও পূর্বাভাস দিয়েছেন, ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা দৃশ্যমানতায় বিঘ্ন ঘটাতে পারে। শক্তিশালী বাতাসের সঙ্গে এই ঝড়ের ফলে স্বাভাবিক চলাচলেও সমস্যা হতে পারে।
এই ধরনের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের স্মরণ করিয়ে দেয়, প্রকৃতির সৌন্দর্য এবং শক্তির অপার রহস্য, যা একদিকে আমাদের মুগ্ধ করে, অন্যদিকে তার শক্তিশালী রূপও প্রকাশ করে।
বিডিপ্রতিদিন/কবিরুল