বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তুরাব নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার কাউসার দস্তগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. আবদুল মোমেন তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বুধবার বিকালে শেরপুর থেকে কাউসার দস্তগীরকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা পিবিআই।
পুলিশ কর্মকর্তা কাউসার দস্তগীরকে আদালতে তোলা হবে এমন খবরে সকাল থেকে আদালত চত্বরে ভিড় করতে থাকেন উৎসুক ও বিক্ষুব্ধ জনতা। দিন পেরিয়ে সন্ধ্যা সোয়া ৫টার দিকে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ প্রহরায় তাকে নিয়ে আসা হয় আদালতে। প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতে তোলার সময় বিক্ষুব্ধ লোকজন কাউসার দস্তগীরকে কিল-ঘুষি ও লাথি মারেন। পরে পুলিশ দ্রুত তাকে আদালতের ভেতর নিয়ে যায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আবদুল মুকিত অপি জানান, তদন্ত কর্মকর্তা আদালতে কাউসার দস্তগীরের ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাংবাদিক তুরাব হত্যা মামলায় এর আগে ১৭ নভেম্বর ঢাকা থেকে পুলিশ কনস্টেবল উজ্জ্বলকে গ্রেফতার করে পিবিআই। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উজ্জ্বল সিলেট কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক জালালাবাদ পত্রিকার সাংবাদিক এটিএম তুরাব। এ ঘটনায় ১৯ আগস্ট তুরাবের ভাই আবুল হাসান মো. আজরফ (জাবুর) বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলার অন্যতম আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম-উত্তর) মো. সাদেক দস্তগীর কাউসার, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ।
বিডিপ্রতিদিন/কবিরুল