স্পেনের উত্তরাঞ্চলের এক শহরে হত্যা মামলার রহস্য উন্মোচনে হিমশিম খাচ্ছিল স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত রহস্যের জট খোলার সূত্র এমন জায়গা থেকে এসেছে যার বিষয়ে শুরুতে নজর দেননি কেউ।
গুগল স্ট্রিট ভিউ অ্যাপের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন রাস্তার ছবি দেখতে পারেন ব্যবহারকারীরা। গুগলের ক্যামেরা লাগানো গাড়ি বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে এসব ছবি তোলে। ‘গুগল স্ট্রিট ভিউ’ এর একটি ছবিতে দেখা গেছে- এক ব্যক্তি তার গাড়ির বুটে বড় আকারের এক সাদা প্লাস্টিকের ব্যাগ লোড করছেন। ওই প্লাস্টিকের ব্যাগে করে একটি মরদেহ সরানোর মুহূর্তটি ধরা পড়েছে ছবিতে। আরেকটি ছবির দৃশ্যে ঠেলাগাড়িতে করে বড় এক সাদা ব্যাগ নিয়ে যাওয়ার ঝাপসা আকার দেখা যায়। তবে পুলিশ বলছে, হত্যা মামলার সমাধানে এই ছবি একদম নিশ্চিত প্রমাণ নয়।
গত বছরের অক্টোবরে এক ব্যক্তির নিখোঁজ ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ বছরের নভেম্বরে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গত সপ্তাহে এক কবস্থানে ওই নিখোঁজ ব্যক্তির বিচ্ছিন্ন দেহাবশেষ খুঁজে পায় পুলিশ।
৩৩ বছর বয়সী কিউবান নাগরিক এল পাইস ২০২৩ সালের অক্টোবরে নিখোঁজ হন। ওই সময় তার এক আত্মীয় ভুক্তভোগীর ফোন থেকে একটি টেক্সট বার্তা পান। এরপরই ঘটনা ঘিরে শুরু হয় সন্দেহ। ওই আত্মীয় পুলিশকে বলেছেন, এক নারীর সঙ্গে পাইসের পরিচয় হয়েছিল এবং তার সঙ্গে দেখা করতে তিনি স্পেন ছেড়ে যাচ্ছিলেন।
চলতি বছরের ১২ নভেম্বর পুলিশ ওই নিখোঁজ ব্যক্তির সঙ্গী নারীকে ও তার সাবেক প্রেমিক দাবি করা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ মাসের শুরুর দিকে কবরস্থানে ওই নিখোঁজ ব্যক্তির মারাত্মকভাবে পঁচে যাওয়া ধড় খুঁজে পায় পুলিশ। যাকে পাইস হিসেবে ধারণা করা হচ্ছে। মামলার আসামিদের রিমান্ডে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
সূত্র- বিবিসি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ