পথ আটকে দাঁড়িয়েছিল যুগল। সামনে এসে তাদের সরে যাওয়ার নির্দেশ দিল পেঙ্গুইন। ফাঁকা করে দিতে বলল যাতায়াতের রাস্তা। অন্তত তেমনটাই মনে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করা একটি ভিডিওতে। ভাইরাল হয়েছে ভিডিওটি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে অ্যান্টার্কটিকায়। ভিডিওতে দেখা যায়, বরফের চাদরে ঢাকা পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে কয়েকটি পেঙ্গুইন। কয়েক জন পর্যটকও রয়েছেন সেখানে। এদের মধ্যে এক যুগল বরফের উপর দাঁড়িয়ে ছিলেন। এমন সময় একটি পেঙ্গুইন গুটি গুটি পায়ে এসে তাদের পিছনে দাঁড়ায়। ধৈর্য ধরে যুগলের সরে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। মুখে আওয়াজও করে। এমন সময়ে টনক নড়ে ওই যুগলের। একে অপরকে ছেড়ে দু’পাশে সরে যান তারা। রাস্তা ফাঁকা পেয়ে আবার নিজের গন্তব্যের দিকে এগোতে থাকে পেঙ্গুইনটি।
ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ভিডিওটি ইতিমধ্যেই অনেক মানুষ দেখেছেন। নেটিজেনদের অনেকে মজার মজার মন্তব্যও করেছেন। এক নেটিজেন ভিডিওটি দেখে লিখেছেন, ‘‘কে জানত পেঙ্গুইনরা এত ভদ্র?’’ অন্য এক জন লিখেছেন, ‘‘পেঙ্গুইনটি খুবই সাহসী এবং চতুর।’’ তৃতীয় ব্যক্তির কথায়, ‘‘পেঙ্গুইনটিকে এ ভাবে অপেক্ষা করতে দেখে খুব মজা পেয়েছি। এ রকম দৃশ্য বার বার দেখতে পাওয়া যায় না।’’
বিডি প্রতিদিন/নাজমুল