যুক্তরাষ্ট্রের হাওয়াই দীপপুঞ্জের একটি জাতীয় উদ্যানে কিলাউয়া আগ্নেয়গিরির গভীর খাদে পড়ে যাওয়া থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে একটি শিশু। ঘটনাটি ঘটে এবারের বড়দিনের উতসবে।
শিশুটি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় ৪০০ ফুট গভীর খাদের কিনারে চলে যায়। শিশুটির মা তাকে সময়মতো ধরে ফেলাতে শিশুটি রক্ষা পায়। সময়ের একটু হেরফের হলেই শিশুটি খাদে পড়ে যেতে পারত।
বিপদজনক ঘটনাটি ঘটে হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের কিলাউয়া আগ্নেয়গিরর কাছে। গত ২৩ ডিসেম্বর থেকে আগ্নেয়গিরিটিতে লাভা উদ্গিরণ শুরু হয়। এটি পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি।
পার্ক কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়- এ ঘটনার পর হাওয়াই জাতীয় উদ্যান কর্তৃপক্ষ পর্যটকদের সতর্ক করে দিয়েছে। উদ্যানের রেঞ্জার জেসিকা ফেরাকেন বিবিসি-কে বলেন, এ ঘটনার বিস্তারিত সামনে এলে তা ভবিষ্যতে মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে তা সচেতনতা তৈরিতে সহায়ক হবে বলে আশা করি।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবারের চোখের আড়ালে গিয়ে শিশুর খাদের কিনারায় চলে যাওয়ার ঘটনাটি একটি বন্ধ এলাকায় ঘটেছে, যেখানে লোকজনের লাভা দেখতে যাওয়ার অনুমতি ছিল না। তবে বহু পরিবার সেখানে লাভা দেখতে জড়ো হয়েছিল। এলাকাটি কিলাউইয়া আগ্নেয়গিরির বড় গহ্বরের ওপর অবস্থিত ছিল। পার্ক রেঞ্জার ফেরাকেন বলেন, শিশুটি সেখানে পড়ে গেলে বাঁচত না।
উদ্যান কর্তৃপক্ষ ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে পর্যটকদের আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বন্ধ এলাকাগুলোতে ঢোকা এবং নিরাপত্তা নির্দেশনা উপেক্ষা করা অত্যন্ত বিপজ্জনক বলে পর্যটকদের সতর্ক করে দেওয়া হয়েছে।
বিশেষভাবে শিশুদের দিকে নজর রাখা এবং বন্ধ এলাকায় প্রবেশ না করতে পর্যটকদের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বলেছে, অল্পের জন্য শিশুর প্রাণে রক্ষা পাওয়ার এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, সতর্কতা না মানলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
তথ্য সূত্র- বিবিসি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ