২০০১ সালের সুপারহিট অ্যানিমেশন সিনেমা 'শ্রেক'। সেই ছবিতে ডঙ্কি চরিত্রের প্রেরণা জুগিয়েছিল পেরি নামের গাধাটি। সেই গাধাটি ৩০ বছর বয়সে মারা গেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালো আল্টো শহরের দ্য ব্যারন পার্ক ডঙ্কি প্রজেক্ট প্রাণীটির মৃত্যুর খবর জানিয়েছে। এটি বলেছে, পেরি ল্যামিনাইটিস রোগে ভুগছিল।
গাধাটির জন্ম ১৯৯৪ সালে। ১৯৯৭ সালে প্রাণীটিকে ব্যারন পার্কে স্থানান্তর করা হয়।
২০০১ সালের ১৮ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় শ্রেক। সিনেমাটি ৩.৮ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করেছিল।
উল্লেখ্য, গাধা সাধারণত ২৫ থেকে ৩০ বছর বাঁচে। তবে সঠিক যত্ন পেলে কিছু গাধা ৪০ বছর পর্যন্তও বাঁচতে পারে।
বিডি প্রতিদিন/নাজমুল