খুলনার সঙ্গে সারাদেশে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রায় ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে। কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের পাশে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। রাতভর মেরামত কাজ শেষে সকাল ৮টার দিকে প্রায় ১৪ ঘণ্টা পর খুলনা-ইশ্বরদী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।