বাংলাদেশে জিহাদের আহ্বান জানিয়ে ইন্টারনেটে আল কায়েদা প্রধানের অডিও টেপ ছড়িয়ে দেয়ার অভিযোগে মো. রাসেল বিন সাত্তার খান (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইলের মাঝিপাড়া থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, রাসেলের সঙ্গে আল কায়েদার যোগাযোগ আছে বলে ধারণা করা হচ্ছে। তিনি ওই ক্লিপ আপলোড করেছিলেন। বিষয়গুলো যাচাই বাছাই করা হচ্ছে। এছাড়া রাসেল জামায়াতপন্থী ফেইসবুক পেইজ বাঁশের কেল্লাসহ বেশ কয়েকটি উগ্রপন্থী ওয়েবসাইটের অ্যাডমিন বলেও জানা গেছে।
গ্রেফতারের সময় রাসেলের সঙ্গে তিনটি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ ও বেশ কিছু জিহাদি বই পাওয়া গেছে।