ঝিনাইদহের চারটি উপজেলায় উৎসবমুখর পরিবেশে আজ বুধবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। জেলার সদর, শৈলকূপা, কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলার ৩৮৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়েছে।
এদিকে, জেলার সদর উপজেলার গান্না ও বালিয়াডাঙ্গা বাজারে ভোট দেওয়াকে কেন্দ্র করে বুধবার সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে বিএনপি ও জামায়াতের কর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা চারটিতে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৪০ হাজার ৮১৪ জন। ৯১টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উপজেলাগুলোয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি ও ১০ প্লাটুন সেনাবাহিনীসহ র্যাব-পুলিশ টহল দিচ্ছে।
প্রতিটি উপজেলায় চারজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স মোবাইল কোর্ট পরিচালনা করছে। প্রতিটি কেন্দ্রে ১৬ জন পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।