মেহেরপুরে সদর উপজেলা নির্বাচনে বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দর গ্রামের বিএনপি সমর্থক আজাদ, ইলিয়াস ও ওহাব নামে তিনজন আহত হয়েছেন। তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার সময় বন্দর গ্রামের বিএনপি সমর্থকরা পার্শ্ববর্তী বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে গেলে আওয়ামী লীগ সমর্থকরা বাধা দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে বিএনপি'র তিন সমর্থক আহত হয়। পরে সেনাবাহিনী ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়।
জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কেন্দ্র থেকে ৪০০ গজ দূরে ছোট একটি সমস্যা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এছাড়া বিভিন্ন কেন্দ্রে জামায়াত-বিএনপি সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।