বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরে একটি ভোটকেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের মারধর দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীর বিরুদ্ধে।
বুধবার সকালে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের চর পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টার দিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলমগীর শাহী সুমনের ২৫ থেকে ৩০ জন কর্মী ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এরপর তারা বিএনপি সমর্থিত প্রার্থী মাসুদার রহমান হিরু মণ্ডলের পোলিং এজেন্টদের মারপিট করে ভোটকেন্দ্র থেকে বের করে দেয়।
এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা সদর থেকে ঘটনাস্থলে সেনাবাহিনী রওনা দিয়েছে বলে জানা গেছে।