নাটোর-ঢাকা মহাসড়কে একটি বাসের সঙ্গে যাত্রীবাহী লেগুনার সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।
জানা যায়, ঢাকাগামী বেস্ট ট্রাভেল নামে একটি বাসের সঙ্গে নাটোরগামী একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে একজন নিহত হয়। পরে খবর পেয়ে ফায়ার বিগ্রেডের লোকজন আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো দু’জনের মৃত্যু হয়।