এক রফিক রক্ত দিয়ে ভাষার মর্যাদা এনেছেন, আরেক রফিক এনেছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে ফেব্রুয়ারির স্বীকৃতি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী একুশের শহীদ ও ভাষাসৈনিকসহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে ফেব্রুয়ারির স্বীকৃতি আনার জন্য যারা উদ্যোগ নিয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান। কিছুদিন আগে মারা যাওয়া রফিকুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার নাম ইতিহাসে লেখা থাকবে।
শেখ হাসিনা বলেন, পৃথিবীর খুব কম দেশই আছে যে দেশের মানুষ মাতৃভাষা রক্ষার জন্য আত্মত্যাগ করেছে। আমাদের দেশের মানুষ সব সময় নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। বাঙালি জাতি কখনো মাথা নত করেনি।