ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মণ্ডুমালা সীমান্তে আলমগীর (১৮) নামে এক বাংলাদেশি যুবককে নির্মম নির্যাতন করে বাম পা ও বাম হাত ভেঙ্গে দিয়েছে বিএসএফ। আজ শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত আলমগীর উপজেলার রত্নাই এলাকার মরাধার গ্রামের বাহাস আলীর ছেলে।
বিজিবি ও এলাকাবাসী জানায়, মণ্ডুমালা সীমান্তের ৩৮২ সাব পিলার ৪-৫ এর মাঝামাঝি থেকে ভারতের অভ্যন্তরে গরু আনতে গেলে বিএসএফের হাতে ধরা পড়ে আলমগীর। সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে নির্মমভাবে পিটিয়ে বাম পা ও বাম হাত ভেঙ্গে অচেতন অবস্থায় জিরো লাইনে ফেলে রেখে যায়।
সকাল ৭টার দিকে স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে নিয়ে আসে। ৩০ বিজিবির ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অপস অফিসার মেজর আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে পত্র প্রেরণ করা হবে।