জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন কীভাবে হয়েছে, এতে জাতীয় পার্টির কী ভূমিকা ছিল, তা আপনারা সবাই জানেন। আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। তবে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বিএনপির চেয়ে অবশ্যই ভালো করতে হবে।
আজ দুপুরে জি এম কাদেরের লালমনিরহাটের বাসভবনে মতবিনিময় সভায় এরশাদ এসব কথা বলেন।
এরশাদ বলেন, লালমনিরহাট জাতীয় পার্টির দুর্গ ছিল, দুর্গ আছে, দুর্গ থাকবে। আগামী দিনে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করলে এ কথা সত্য প্রমাণিত হবে বলে আমার বিশ্বাস।