সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা এলাকায় পুলিশের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধে বনদসু্য আরশাদ বাহিনী প্রধান আরশাদ নিহত হয়েছে। আজ ভোররাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশী বন্দুকসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ।
শ্যামনগর থানার ওসি ছগির মিয়া জানান, সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু আরশাদ বাহিনীর প্রধান আরশাদের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল রাত ৩টার দিকে ট্রলারযোগে (নৌকা) পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা এলাকায় ডাকাতি করতে আসে। এসময় ওই এলাকায় শ্যামনগর থানার এস আই আশরাফুল ইসলামের নেতৃত্বে টহলরত পুলিশের সামনে পড়ে যায় তারা। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বনদস্যুরা টহলরত পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে আত্মরক্ষার চেষ্টা করে। এক পর্যায়ে বাহিনীর প্রধান আরশাদ গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে শ্যামনগর হাসাপাতালে ভর্তি করা হয়। চিকিতৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বন্দুক যুদ্ধের সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশী বন্দুক, ৪টি তাজা বোমা, ২টি বন্দুকের কার্তুজ ও ১টি কার্তুজের খোসা এবং ১টি রাম দাসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে। নিহত আরশাদের বিরুদ্ধে সাতক্ষীরা,শ্যামনগর ও খুলনার কয়রা থানাসহ বিভিন্ন থানায় ব্যাংক ডাকাতি, চাঁদাবাজী, মুক্তিপণ, অস্ত্রমামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। একই সঙ্গে নিহত আরশাদ একটি মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামী।