ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স-২০১৪ এর সনদ পেলেন ৩২ জন সিনিয়র সিটিজেন।
আজ বৃহস্পতিবার মিরপুর সেনানিবাস মিলনায়তনে ক্যাপস্টোন কোর্স-২০১৪ এর সমাপনী অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারীদের মধ্যে এই সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
কোর্সটি ৫ম বছরে পদার্পণ করেছে এবং নীতি নির্ধারণীর সকল পর্যায়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে উল্লেখ করে অর্থমন্ত্রী প্রথমেই এই কোর্সের সনদপ্রাপ্তদের অভিনন্দন জানান।
অর্থমন্ত্রী বলেন, 'এই কোর্সের জ্ঞান আপনাদের সারাজীবন কাজে লাগবে। আমি ব্যক্তিগত জীবনেও এ ধরনের ট্রেনিং নিয়ে অর্থনৈতিক বিষয়ে জ্ঞান অর্জন করি। গত ৬০ বছর এ সংক্রান্ত কাজেই নিয়োজিত ছিলাম। এ ধরনের কোর্স সম্পন্ন করতে পেরে আমি খুবই আনন্দিতও ছিলাম।'
সনদপ্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন, '১৫ দিনের কোর্স হওয়া সত্ত্বেও যখন আপনি নিজের অফিসে ফিরে যাবেন তখন অনেক গুরুত্বপূর্ণ বিষয় সহজেই মোকাবেলা করতে পারবেন।'
ক্যাপস্টোন কোর্স সনদপ্রাপ্তরা হলেন; ওমর ফারুক চৌধুরী এমপি, মুস্তাফিজুর রহমান এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, নাজমুল হক প্রধান এমপি, মামুনুর রশিদ এমপি, মোস্তাক হাসান মো: ইফতেখার, হুমায়ুন কবির খান, তপন কুমার কর্মকার, পরাগ, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, সাংবাদিক নঈম নিজাম, মো: জাহাঙ্গীর হোসেন, মেজর জেনারেল জাহিদুর রহমান, মেজর জেনারেল মো: সালাহউদ্দিন মিয়াজি, রিয়ার অ্যাডমিরাল এম আকতার হাবিব, এয়ার কমোডর এম ওবায়দুর রহমান, ব্যবসায়ী আনোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, মো: জালালউদ্দিন আহমেদ, মো: রিয়াদ আলী, শারিতা মিল্লাত, ইসমত জেরিন খান, শিক্ষাবিদ অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, ড. মাহবুবুর রহমান, এনজিও কর্মকর্তা এ এইচ এম নোমান খান, এস এম হারুন অর রশিদ লাল, প্রকৌশলী মাহবুবুল আলম, এডিশনাল আইজি ফাতেমা বেগম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো: আবু জাফর, কাউন্সিল জেনারেল মো: আমিরুজ্জামান, নাসরিন ফাতেমা আউয়াল।