'আমরা ভারতের সঙ্গে ঝগড়া করতে চাই না। আমরা তাদের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক চাই। তার ভিত্তি হতে হবে সমমর্যাদার' বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভাসানি স্মৃতি সংসদ আয়োজিত ‘মাওলানা ভাসানি ও ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, 'আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে উজানের দেশ ভারত অভিন্ন ৫৪টি নদীর ৫৩টিতে অসংখ্য বাঁধ দিয়েছে। প্রতিদিনই আমাদের দেশ মরুভূমিতে পরিণত হচ্ছে। দেশের ১৬ কোটি মানুষ এ নদীর ওপর নির্ভরশীল। দেশের পশ্চিমাঞ্চলের অনেক জেলা মরুভূমি হয়ে গেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা যারা রাজনীতি করছি, যারা সরকার পরিচালনা করছি এ নিয়ে জোরে সোরে প্রতিবাদ করছি না।'
তিনি আরও বলেন, 'এ বিষয় নিয়ে মাওলানা ভাসানী, জিয়াউর রহমান কথা বলেছেন। ১৯৯৩ সালে খালেদা জিয়া জাতিসংঘ অধিবেশনে তুলে ধরেছিলেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের ভারতের সঙ্গে ঝগড়া করে লাভ নেই। আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।'
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাজাহান, সাবেক মন্ত্রী নূর মোহাম্মদ, প্রবীণ সাংবাদিক এরশাদ মজুমদার, নাজমুল হক নান্নু প্রমুখ।