জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ বলেন, '১৬ কোটি মানুষের দেশ, এতগুলো মানুষের মধ্যে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে।'
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকরা নারায়ণগঞ্জসহ সারা দেশে যেভাবে গুম খুন হচ্ছে তাতে প্রধান বিরোধী দলের ভূমিকা বা বিরোধী দলীয় নেতার বক্তব্য জানতে চাইলে তিনি এমন কথা বলেন।
তিনি বলেন, 'দোষীদের গ্রেপ্তারের দাবিতে ইতোমধ্যে মানববন্ধন করেছি। তাছাড়া সরকার দোষীদের গ্রেফ্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মন্ত্রী মহোদয়ও বিচারের আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে আমরা আশাবাদী।'
এর আগে বেলা সাড়ে ১১টায় চীনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন রওশন। আধঘণ্টাব্যাপী এ বৈঠকে দুদেশের স্বার্থসংশ্লিষ্টসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।