মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে এমভি মিরাজ-৪ নামে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। এতে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল জানান, সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নদী থেকে ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- শরিয়তপুরের নড়িয়া উপজেলার পাঁচগাও গ্রামের জামাল হোসেন শিকদার (৫০), তার ছেলে আবিদ হোসেন শিকদার (২৮), টুম্পা বেগম (৩০), সেতার বেগম (৫০) ও আরিফ (১১)।
মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, ওই লঞ্চটিতে ২০০ যাত্রী ছিলেন।
আজ বিকেল ৩টার দিকে লঞ্চটি ঢাকা থেকে শরীয়তপুরের সুরেশ্বর যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা দুর্বার ও প্রত্যয় নামে দুটি উদ্ধারকারী জাহাজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লঞ্চটি উদ্ধারে কাজ শুরু করেছে।
সদরঘাটের বিআইডব্লিউটিএর পরিবহণ পরিদর্শক (টিআই) মো. মাহমুদ হোসেন জানান, দুপুর ১টার সময় মিরাজ-৪ সদরঘাট টার্মিনাল ছেড়ে যায়।