বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া লাল পাসপোর্ট জমা দিলেন। নতুন পাসপোর্ট করার আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৫টার দিকে আগারগাঁয়ের বিভাগীয় পাসপোর্ট অফিস ত্যাগ করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় পাসপোর্ট অফিসে এসে পৌঁছান খালেদা জিয়া। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এ সময় খালেদা জিয়াকে স্বাগত জানান।