গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যকাণ্ড বন্ধসহ রাজনৈতিক স্থিতিশীলতার তাগিদ দিয়েছেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কূটনীতিকরা।
গতকাল এ নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করার পর আজ দ্বিতীয় ব্রিফিংয়ে এ তাগিদ দেন দেশগুলোর কূটনীতিকরা।
ব্রিফিংয়ে ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানা বলেন, তারা গুম, খুন ও অপরহরণের মত ঘটনায় ইতোপূর্বে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। বিশেষ করে নারায়ণগঞ্জের অপহরণোত্তর সাত খুনের ঘটনায় বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে। এসব ঘটনা বন্ধে তারা বিশ্বব্যাপী প্রচারণা চালায়। তাই বাংলাদেশে এসব ঘটনা ঘটলেও উন্নয়ন সহযোগী হিসেবে তাদের ওপরও দায় বর্তায়।
এ সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ এসব অনাকাঙ্খিক্ষত ঘটনা বন্ধে সরকারের জোরালো ভূমিকার আহ্বান জানান তিনি।