মুন্সীগঞ্জের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ মিরাজ-৪ ডুবে যাওয়ার ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সমুদ্র পরিবহণ অধিদপ্তর এবং বিআইডব্লিউটিএ কমিটি দুটি গঠন করেছে।
সমুদ্র পরিবহণ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম বলেন, ঘটনার পরেই মেরিন ডিভিশনের প্রকৌশলী এস এম সিরাজুল ইসলামকে প্রধান করে তিন সদেস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
অপরদিকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. মো. শামছুদ্দোহা খন্দকার জানান, সংস্থার মেম্বার ফাইনান্স মো. মনিরুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, মিরাজ-৪ নামের এই লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বরে যাচ্ছিল। বিকেল সোয়া ৩টার দিকে মুন্সীগঞ্জ জেলার গজারিয়ার রসুলপুর এলাকায় ঝড়ের কবলে পড়ে লঞ্চটি উল্টে ডুবে যায়।