বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন ।
আজ শুক্রবার ভোট গণনার সময় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে মোদীকে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় খালেদা জিয়া বলেন, লোকসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ ভোট পেয়ে সরকার গঠনের পথে। তারা ২৭২টি আসনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে।
এ জন্য তিনি নরেন্দ্র মোদীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
খালেদা জিয়ার এ বার্তাটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে মোদীকে পাঠানো হয়েছে বলে বিএনপি দলীয় সূত্রে জানিয়েছে।