ভারতের লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ভারতের জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার প্রেক্ষিতে শুক্রবার প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ায় ভারতবাসীকে অভিনন্দন।
উল্লেখ্য, ভারতের ১৬ তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলে ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত। আজ ১৬ মে ফলাফল ঘোষণা হয়।
ফলাফলে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে সরকার গঠনের পথে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।