নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাবের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। ঢাকা ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে ঢাকা সেনানিবাস থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ , মেজর আরিফ হোসেন এবং নৌবাহিনীর কর্মকর্তা ও র্যাবের নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানার বিরুদ্ধে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠে। অভিযোগ ওঠার পর এই তিন কর্মকর্তাকে অবসর দেওয়া হয়।৬ মে সেনাবাহিনীর দুজনকে অকালীন ও নৌবাহিনীর একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ১১ মে এই তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন হাইকোর্ট৷