মুন্সীগঞ্জের গজারিয়ার দৌলতপুর এলাকায় মেঘনা নদীতে ডুবে যাওয়া লঞ্চ এমভি মিরাজ-৪ এর নিখোঁজ যাত্রীদের লাশ উদ্ধার কাজ সমাাপ্ত ঘোষণার পর বিক্ষোভ করেছেন নিহতের স্বজনরা। এমন পরিস্থিতি বাধ্য হয়ে পুনরায় উদ্ধার কাজ শুরু করা হয়েছে।
আজ শনিবার সকালে উদ্ধার কাজের সমাপ্ত ঘোষণা করেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ড. মো. শামসুজোহা খন্দকার। এর পরপরই নিহতের স্বজনরা বিক্ষোভ মিছিল শুরু করেন। তারা দাবি করেন, লঞ্চের মধ্যে আরও লাশ রয়েছে, তাই উদ্ধার কাজ এখনই যেন বন্ধ করা না হয়।
বিক্ষোভ ও চাপের মুখে বাধ্য হয়ে মুন্সীগঞ্জের ডিসি সাইফুল হাসান বাদল নিজে লঞ্চের ভেতরে গিয়ে আরও তিনটি লাশ দেখতে পান। এরপর লঞ্চ থেকে বের হয়ে উদ্ধার কাজ চালু করার নির্দেশ দেন তিনি।
নির্দেশ মতো সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, মুন্সীগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের উপস্থিতি পুনরায় উদ্ধার কাজ শুরু হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেঘনা থেকে মোট ৪৬টি লাশ উদ্ধার করা হয়েছে।