বিশিষ্ট চলচ্চিত্রকার কাজী হায়াত বলেছেন, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) স্বাধীন করে দিয়ে র্যাবকে তাদের কাছে দিয়ে দিন। দেখবেন দেশে আর দুর্নীতি থাকবেই না। র্যাব বিলুপ্ত করে দেওয়ার কোন অর্থ নেই। এ বাহিনীটি অনেক সুগঠিত ও শক্তিশালী। এটার দরকার আছে। র্যাবকে রাখতে হবে এবং যেখানে দরকার সেখানেই কাজে লাগাতে হবে। এদের খোলা মাঠে ছেড়ে দেওয়া যাবে না।
বাংলাদেশ প্রতিদিন আয়োজিত 'র্যাব বিলুপ্তির দাবি ও বাস্তবতা' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ইস্ট ওয়েস্ট মিডিয়া মিডিয়া গ্রপের কনফারেন্স রুমে বৈঠকটি শুরু হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।
অনুষ্ঠানে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিশিষ্ট চলচ্চিত্রকার কাজী হায়াত কালের কণ্ঠ’র সম্পাদক ও বিশিষ্ট সাহিত্যিক ইমদাদুল হক মিলন, সাবেক এমপি গোলাম মওলা রনি, নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) জিল্লুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এম এ রশিদ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, জানিপপ’র চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা, আইনজীবী ব্যারিস্টার আহসান হাবীব, সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান, বিজিএমইএ’র সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম, এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, নারী উদ্যোক্তা নাসরিন আউয়াল মিন্টু, ইসলামিক চিন্তাবিদ মাওলানা জিয়াউল আহসান, অর্থনৈতিক সমিতির সহ-সভাপতি ড. জামাল উদ্দিন, উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি সঙ্গীতা আহমেদ প্রমূখ।