নারী উদ্যোক্তা নাসরিন আউয়াল মিন্টু বলেছেন, 'দেশে আইন থাকলেও আমরা মানি না। দেশে যেসব বড় বড় নেতানেত্রী বা তাদের সাথে যারা আছি, তারাই আমরা আইন মানি না। ফলে শুধু বিদেশেই নয়, দেশেও আমরা বিজনেস করতে পারছি না।'
আজ শনিবার সকালে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় ইস্ট ওয়েস্ট মিডিয়া মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে বৈঠকটি শুরু হয়েছে।
নাসরিন বলেন, 'নারায়ণগঞ্জের হত্যার আগেও অনেকগুলো হত্যা হয়েছে। কোনটিরই সঠিক বিচার হয়নি। সরকার যদি নারায়গঞ্জের হত্যার বিচার করতে পারে তাহলে সরকারের প্রতি মানুষের আস্থা আসবে।'
তিনি বলেন, 'দেশে গুম, অপহরন হচ্ছে। কোনও হত্যার বিচার হচ্ছে না। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এমন অবস্থায় আমরা বাইরে বের হতে ভয় পাচ্ছি, ব্যবসা করতে ভয় পাচ্ছি, বাচ্চাদেরও বাড়ির বাইরে বের করতে ভয় পাই। বের হলেও বারবার ফোন করি। এ জন্য আামাদের ল অ্যান্ড অর্ডাস ঠিক করতে হবে।'