'পুলিশের ব্যর্থতার চেয়ে র্যাবের সাফল্য অনেক বেশি' বলে মন্তব্য করেছেন ইসলামিক চিন্তাবিদ মো. আলী শিকদার।
তিনি বলেন, 'র্যাবের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, পুলিশের বিরুদ্ধে এসব অভিযোগের সংখ্যা দশ গুণ বেশি। তাহলেতো পুলিশ রাখা দরকার নেই।'
আজ শনিবার সকালে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় ইস্ট ওয়েস্ট মিডিয়া মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
মো. আলী শিকদার বলেন, ' বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া র্যাব বিলুপ্তির কথা বলেছিলেন। বিষয়টা এমন, মা ব্যথা হলে মাথা কেটে ফেলতে হবে। র্যাবকে বিলুপ্ত না করে আরও শক্তিশালী করতে হবে।'
তিনি বলেন, 'আগে চাঁদাবাজদের জন্য মানুষ বাড়ি বানাতো পারতো না। এখন প্রতিদিন কতো বাড়ি নির্মাণ হচ্ছে। র্যাবের কারণে চাঁদাবাজি কমে গেছে।'
তিনি বলেন, 'আমাদের জাতীয় নিরাপত্তা বাহিনী নিরাপত্তার বিষয়গুলো দেখবে। আমাদের দেশের কোনও বিষয়ে বিদেশিদের কোনও হস্তক্ষেপ আমরা বরদাস্ত করবো না।'
নারায়ণগঞ্জের সাত খুনের ব্যাপারে তিনি বলেন, 'এই হত্যাকাণ্ড যেই করুক না কেন, অপরাধী যে-ই হোক না কেন, তার শাস্তি হতে হবে।'