বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের ঘটনায় আসামিদের গ্রেপ্তারে কালক্ষেপন করা হচ্ছে। বিএনপি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।'
আজ শনিবার সকালে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
রিজভী বলেন, 'স্বাধীনতার পরবর্তী সময়ের রক্ষী বাহিনীর স্টাইলে ৠাবকে ব্যবহার করা হচ্ছে।'
তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য বিরোধীপক্ষের নেতাকর্মীদের শুধু খুন-গুম-অপহরণ নয়, যারাই এই সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকেই খুন-গুম-অপহরণ করা হচ্ছে।'
র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে আইনশৃঙ্খলার কাজে ব্যবহার না করে দলীয় স্বার্থে ব্যবহার করার অভিযোগ করে রিজভী ৠাব বিলুপ্তি দাবি জানান।