র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সম্পর্কে ড. তুহিন মালিক বলেছেন, 'র্যাব নিজেই একটা বাস্তবতা। তার জন্ম হয়েছে রাজনীতির ব্যর্থতা, জনপ্রশাসনের ব্যর্থতা ও পুলিশের ব্যর্থতা কারণে। এসব ব্যর্থতাকে সাপোর্ট দেওয়া হচ্ছে একটি অ্যান্টিবায়টিক দিয়ে। আর সেটাই হচ্ছে র্যাব।'
বাংলাদেশ প্রতিদিন আয়োজিত 'র্যাব বিলুপ্তির দাবি ও বাস্তবতা' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ইস্ট ওয়েস্ট মিডিয়া মিডিয়া গ্রপের কনফারেন্স রুমে বৈঠকটি শুরু হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।
তিনি বলেন, 'র্যাবের শুরু থেকে আমরা কখনই দেখিনি রাজনীতি কর্মকাণ্ডে জড়িত হয়েছে। কিন্তু ৫ জানুয়ারি নির্বাচনে র্যাবকে ব্যবহার করে তাকে বিতর্কিত করা হয়েছে। র্যাবের বিলুপ্তির প্রশ্ন যত আসছে, সংস্কারের প্রশ্ন আসছে না।'