নূর হোসেনরা কোন কাননের ফুল- এমন প্রশ্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যায়ের অধ্যাপক জিনাত হুদা।
বাংলাদেশ প্রতিদিন আয়োজিত 'র্যাব বিলুপ্তির দাবি ও বাস্তবতা' শীর্ষক গোলটেবিল বৈঠকে জিনাত প্রশ্ন রেখে বলেছেন, 'নূর হোসেনরা কাদের তৈরি? তিনি জাতীয় পার্টি, বিএনপি এরপর আওয়ামী লীগে এসেছেন। তিনি আসলে কাদের সৃষ্টি?
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ইস্ট ওয়েস্ট মিডিয়া মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে বৈঠকটি শুরু হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।
বৈঠকে জিনাত হুদা বলেন, 'আমি মনে করে রাজনীতি ফায়দা হাসিলের উদ্দেশ্যে র্যাব বিলুপ্তির দাবি উঠছে। র্যাবের বিলুপ্তি নয়, পুনর্গঠন করা উচিত।'