মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বিদেশের সাতটি কেন্দ্রে পাসের হার ৯৮ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮২ জন পরীক্ষার্থী। এবার বিদেশের সাতটি কেন্দ্রে মোট ২৯৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২৮৮ জন।
আজ শনিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেখানে আলাদা করে বিদেশের সাতটি কেন্দ্রের ফলাফলের তথ্য তুলে ধরা হয়।
বিদেশের সাতটি কেন্দ্র হলো জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, রিয়াদের বাংলাদেশ অ্যাম্বাসি স্কুল, ত্রিপলির বাংলাদেশ কমিউনিটি স্কুল, দোহা-কাতারের বাংলাদেশ মাশহুর-উল হক মেমোরিয়াল হাইস্কুল, আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল, বাহরাইনের বাংলাদেশ স্কুল এবং রাস আল খাইমার বাংলাদেশ ইসলামিয়া স্কুল।