নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় হাই কোর্টের আদেশের সাত দিন পর র্যাবের চাকরিচ্যুত আরেক কর্মকর্তা এম এম রানাকেও গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত দেড়টার দিকে নৌবাহিনীর এই অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ঢাকা সেনানিবাস এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, রানাকে গ্রেফতারের পর তাকে নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় জেলা পুলিশের একটি দল।
এর আগে গতকাল ভোর রাতে র্যাব-১১ এর অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ ও আরিফ হোসেনকেও একই এলাকা থেকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ।