খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, প্রতিবেশি বলেন আর পশ্চিমা বন্ধু বলেন কেউই কোনো কাজে আসবে না। আগামী ৫ বছর পরই নির্বাচন হবে এবং তা হবে শেখ হাসিনার অধীনে। তিনি বলেন, বিদেশি প্রভুদের কাছে ধর্না দিয়ে লাভ নেই, তারা কোনো কাজে আসবে না। কাজে আসবে জনগণ। কিন্তু জনগণ আপনাদের সঙ্গে নেই। তারা আছেন আমাদের সঙ্গে।
আজ রবিবার সকালে প্রেস ক্লাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে 'বঙ্গবন্ধু সৈনিক লীগ' অায়োজিত এক আলোচনা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
নারায়ণগঞ্জের ঘটনা উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, কিছু অতি উৎসাহী ব্যক্তি নারায়ণগঞ্জের ঘটনাকে প্রভাবিত করার চেষ্টা করছে। কিন্তু সরকার এ ঘটনাকে কোনোভাবেই প্রভাবিত করতে চায় না। কাউকে দোষী সাব্যস্ত করে নয়, তদন্তের স্বার্থেই র্যাব-পুলিশ কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে।