'গুম-খুন, হত্যা-লুটপাটের জন্য যুবলীগ-ছাত্রলীগ এ যুগের কাপালিক। এ ‘অবৈধ’ সরকার এক দিকে ৠাব-পুলিশ দিয়ে মানুষ হত্যা করছে। অন্যদিকে, যুবলীগ-ছাত্রলীগ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা করে তাদের হত্যা করা হচ্ছে' বললেন বলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আজ রবিবার সকালে বিএনপি’র নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, 'এই অবৈধ সরকার ক্ষমতা দখলের পর এহেন কাজ নেই যা করেনি। মানুষের ভোটের অধিকার হরণ করে গায়ের জোরে ক্ষমতায় টিকে রয়েছে। এখন বিরোধী পক্ষের কাউকেই কোনো কথা বলতে দিচ্ছে না।'
তিনি আরও বলেন, 'আমাদের শান্তিপূর্ণ সভা সমাবেশ পর্যন্ত করতে দিচ্ছে না এই জালেম সরকার। তাই অবিলম্বে দেশবাসীকে এই সরকারের হাত থেকে মুক্তি দিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠ নির্বাচনের আহ্বান জানান।'