'ভারতের নির্বাচনের ফলাফল দেখে সরকার নার্ভাস হয়ে গেছে' বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'সরকার নার্ভাস হয়ে গেছেন বলে মন্ত্রীরাও নানা ধরনের কথা বলছেন।'
ভারতের সরকার বদলে বিএনপির উচ্ছ্বসিত বা উল্লসিত হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, 'নার্ভাস হয়ে গিয়ে এত কথা বলছেন কেন? আপনারা কি ভয় পেয়েছেন? তাদের নির্বাচন নিয়ে এত উল্লসিত হওয়ার কী আছে?'
মির্জা ফখরুল বলেন, 'সরকারের মন্ত্রী-বাহাদুররা এখন নার্ভাস হয়ে গেছে। কারণ তাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ আর আগের মতো নেই।'
তিনি বলেন, 'ভারতের নির্বাচনের ফলাফলে বিএনপি নাকি উল্লসিত হয়েছে, উজ্জীবিত হয়েছে! কোথায় দেখলেন?'
তিরি আরও বলেন, 'ভারত নিজেদের জমিগুলোকে উর্বর করতে আমাদের পানি ব্যবহার করছে। পানি, অর্থনীতি, রাজনীতি সবকিছুতে ভারতের আগ্রাসনের শিকার আমরা। তবে ভারতকে দোষারোপ করে লাভ নেই। আমরা কি সঠিকভাবে আগ্রাসনের বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছি?'